তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জেগে উঠেছে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ৪ উইকেটের ৩টিই নিয়েছেন তাইজুল। চতুর্থ দিনে তিনি বোল্ড করেন লাসিথ এম্বুলদেনিয়াকে। আজ পঞ্চম দিনে তাইজুলের শিকার হয়ে ফিরে গেছেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শেষ বিকালে শ্রীলঙ্কার ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ দল। আজ শেষ দিনের সকালে নাঈম-তাইজুলদের ওপর চড়াও হন দিমুথ করুণারত্নের সঙ্গে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিস। ভয়ঙ্কর হয়ে ওঠা মেন্ডিসকে সাজঘরের পথ দেখান তাইজুল। ৪৩ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৮ রান করেন তিনি। দলীয় ১০৬ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে ৪ রান যোগ করতেই চতুর্থ উইকেটের পতন হয়। প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এবার শূন্য রানেই ফেরালেন তাইজুল ইসলাম
নিজের বলে নিজেই দারুণ এক রিটার্ন ক্যাচ নেন এ স্পিনার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১১৪ রান। মাত্র ৪৬ রানে এগিয়ে আছে সফরকারীরা। ৪২ রানে অপরাজিত করুণারত্নে। তাকে সঙ্গ দিতে নেমেছেন ধনাঞ্জয়া ডি সিলভা (০*)।
ছিটকে গেলেন শরিফুল
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং করার সময় আঘাত লাগে শরিফুল ইসলামের। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, আজ পঞ্চম দিনে বোলিং করতে পারবেন না শরিফুল। এমনকি খেলতে পারবেন না সিরিজের দ্বিতীয় টেস্টেও!
দক্ষিণ আফ্রিকার মাটিতে চোটের কারণে দুই টেস্ট মিস করেন এ বাঁহাতি পেসার। শঙ্কা ছিল শ্রীলঙ্কা বিপক্ষে খেলা নিয়েও। তবে ফিটনেস টেস্টে উতরে শেষ পর্যন্ত একাদশে জায়গা করে নেন শরিফুল। চট্টগ্রামে প্রথম ইনিংসে ২০ ওভার হাত ঘুরিয়ে ৫৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
বাংলাদেশের ইনিংসের সময় ডান হাতে ব্যথা পান শরিফুল। লঙ্কান পেসার কাসুন রাজিথার লাফিয়ে ওঠা বল তার গ্লাভসে আঘাত হানে। ব্যথানাশক দিয়েও কাজ হয়নি। পরে মাঠ থেকে উঠে যান তিনি। এতে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৬৫ রানে। শরিফুল বোলিং করতে না পারায় শেষ দিনে চার বোলারকে দিয়ে কাজ চালিয়ে যেতে হবে অধিনায়ক মুমিনুল হককে।