বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি গত ১৭ বছরের লাগাতার আন্দোলন সংগ্রামে লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিনাঅপরাধে মাসের পর মাস জেলখানায় কাটাতে হয়েছে। খুন-গুম, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার সর্বকালের বর্বরোচিত ইতিহাস ভঙ্গ করেছিল। শুকবার (১৬ মে) বেলা ১১টায় খুলনা মহানগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে মাফিয়া শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে নয় মাসের অধিক। এখনো গণতন্ত্র ফিরে আসেনি। এবার তরুণ প্রজন্মের ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সে কারণেই খুলনা-বরিশাল বিভাগীয় তারুণের রাজনৈতিক অধিকার সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমাবেশ সর্বাত্মক সফলে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থক উদাত্ত আহবান জানিয়েছেন তিনি।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এতে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ অংশগ্রহন করেন।
শনিবারের বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের সর্বশেষ প্রস্তুতি হিসেবে সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য চৌধুরী কাওসার আলী, মোল্লা মাহবুবর রহমান, শাকিল আহমেদ দিলু, মো. হাফিজুর রহমান, মল্লিক আব্দুস সালাম, মনির হাসান টিটো, আশরাফুল ইসলাম নূর, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আতাউর রহমান রনু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা ছাত্রদলের গোলাম মোস্তফা তুহিন, পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডা. মো. আব্দুল মজিদ, সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, দিঘলিয়ার এম সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, রূপসার মোল্লা সাইফুর রহমান, মো. জাবেদ হোসেন মল্লিক, বটিয়াঘাটার মো. এজাজুর রহমান শামীম, আল আমিন সানা, কয়রার এ্যাড. মঞ্জুর আলম নান্নু প্রমুখ।
-খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এএজে