খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা বুধবার সকালে অনলাইন জুম প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠিত হয়। তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।
প্রধান অতিথির বক্তৃতায় প্রধান তথ্য কমিশনার বলেন, ‘তথ্য অধিকার আইন একটি সর্বজনীন ও অর্ন্তভুক্তিমূলক আইন। অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে আইনটি কার্যকর হয়েছে। গোপনীয়তার সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। তথ্য প্রাপ্তির আইনি ভিত্তি রচিত হওয়ায় সুশাসনের পথ সুগম হচ্ছে।করোনাভাইরাস প্রাদুর্ভাবে এটা প্রমাণ হয়েছে যে, সংকটকালে নাগরিকের জন্য তথ্য প্রবাহ নিশ্চিত করতে পারলে জনস্বার্থ রক্ষিত হয়।’
আলোচনা সভায় তথ্য অধিকার বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকার।
এসময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ প্রমুখ বক্তৃতা করেন। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্তকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ প্রায় সাড়ে তিনশ অংশগ্রহণকারী যুক্ত হন।
উল্লেখ্য, ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্য নিয়ে বিগত ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। সূত্র : প্রেস বিজ্ঞ
খুলনা গেজেট/এনএম