খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: এড. মনা

 নিজস্ব প্রতিবেদক

সরকারের বিদায়ঘন্টা বেজে গেছে। তাই তারা বন্দুকের নলের ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। হামলা-মামলা করে সরকার পতনের আন্দোলন বন্ধ করা যাবে না। দেশের মানুষ মৃত্যুর নিয়ে ভয় পায়না। মরণের জন্য যখন রাস্তায় নেমেছি তখন বিজয় হয়েই আমরা ঘরে ফিরবো উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। দেশের জনগণের এ সিদ্ধান্তে বেসামাল হয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোনো লবিংয়ে কাজ হবে না। বিদায় তাদের নিতেই হবে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে আজকের কালোপতাকা মিছিল ও ০১ সেপ্টেম্বর দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, ক্ষমা হারানো ভয়ে সরকার প্রধানসহ তাদের মুখ শুকিয়ে গেছে। তারা বুঝে গেছে, যুক্তরাষ্ট্র ভিসানীতি করেছে এবং বলেছে, যারা অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, যারা জনগণকে ভোট দিতে বাধা দেবে, তাদের ওপর ভিসানীতি প্রয়োগ করা হবে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স.ম. আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, কে এম হুমায়ূন কবীর (ভিপি হুমায়ুন). হাফজিুর রহমান মন,ি আবু মোঃ মুরশদি কামাল, কাজী মজিানুর রহমান, মোল্লা ফরদি আহমদে, সয়ৈদ সাজ্জাদ আহসান পরাগ, শখে ইমাম হোসনে, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুর রাজ্জাক, বেগ তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু , অ্যাড. মাসুম রশিদ , বিপ্লবুর রহমান কুদ্দুস , জহর মীর, আহসান উল্লাহ বুলবুল, গাজী আফসার উদ্দিন, নাসির খান, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, মো. জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, মাসুদ খান বাদল, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ শাহ জালাল, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, আব্দুল ওহাব, মাহাবুব উল্লাহ শামিম, লিটন খান, স্বেচ্ছাসেবক দলের নাসির উদ্দিন, হেলাল ফরাজী, জাসাসের কাজী জলিল, মো:রবিউল ইসলাম রবি, মো: শামীম খান, আঞ্চলিক শ্রমিকদলের আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর তালুকদার,মাসুদ খান, সোহেল রানা, মো মনির হোসেন, মো. মাসুদ হোসেন প্রমূখ।

সভায় আজকের শান্তিপুর্ণ কালোপতাকা মিছিল সফল করার লক্ষ্যে খুলনাবাসিসহ নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। সভা থেকে আজ বিকাল ৩টায় দলীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে রয়েল চত্ত্বরে গিয়ে পথসভার মধ্যে দিয়ে শেষ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুইদিনে কর্মসুচি গ্রহণ করা হয়। – খবর বিজ্ঞপ্তির

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!