খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  টেকনাফ থেকে অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ, আটক ২
  বাংলাদেশের পট পরিবর্তন অন্যদের জন্য শিক্ষণীয় : প্রধান উপদেষ্টা
  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী

তত্ত্বাবধায়ক নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র : মোমেন

গেজেট ডেস্ক

যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয় বরং বিদ্যমান আইনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে বিশেষ নজর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে।

ড. মোমেন বলেন, আমেরিকা চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে।’ তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন মন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহারটি ঠিকমতো হয়নি৷ যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তনের কথা বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি যুক্তরাষ্ট্র বলেছে।

এর আগে শুক্রবার সকালে পয়লা বৈশাখ উপলক্ষে সিলেট জেলা প্রসাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন মন্ত্রী। সেখানেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সুন্দর ও স্বচ্ছ হবে। সরকার চাচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে। এজন্য নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিয়েছে। সব দল, তাদের সমর্থক ও ভোটারদের আন্তরিকতা থাকলে সুন্দর ভোট হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!