খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

ঢাবির ১৮ হলে ছাত্রলী‌গের কমিটি ঘোষণা

গেজেট ডেস্ক

আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ ।

হল কমিটি নানা আলোচনা সমালোচনার পর বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হলের ছাত্রলীগ শাখার কমিটি ঘোষণা করা হয়। গত ৩০শে জানুয়ারি ছাত্র-শিক্ষক কেন্দ্রের সমন্বিত হল সম্মেলনের মধ্য দিয়ে বিলুপ্ত করা হয় পাঁচ বছরের বেশি সময় ধরে চলা হল কমিটিগুলো। ১৮টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হোসেন সাদ্দাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পদক হলেন: মাস্টারদা সূর্যসেন হলে সভাপতি মো মারিয়াম জামান খান সাধারণ সম্পাদক সিয়াম রহমান।

হাজী মুহাম্মদ মুহসীন হলে সভাপতি শহিদুল হক শিশির সাধরণ সম্পাদক মোহাম্মদ হোসেন। শহীদ সার্জেন্ট জহরুল হক হলে সভাপতি কামাল উদ্দিন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধরণ সম্পাদক মাহবুবুর রহমান।

স্যার এফ রহমান হলে সভাপতি মো রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ার মুন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সভাপতি ইউসুফ উদ্দীন খান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন।

কবি জসীম উদ্দীন হলে সভাপতি সুমন খলিফা (ওয়ালিউল খলিফা), সাধারণ সম্পাদক লুৎফর রহমান। সলিমুল্লাহ মুসলিম হলে সভাপতি তানভীর শিকদার সাধারণ সম্পাদক মিশাত সরকার।

বিজয় একাত্তর হলে সভাপতি সজিবুর রহমান সজিব সাধারণ সম্পাদক আবু ইউনুস।জগন্নাথ হলে সভাপতি কাজল দাস সাধারণ সম্পাদক অতনু বর্মন।

ফজলুল হক মুসলিম হলে সভাপতি আনোয়ার হোসেন নাঈম সাধারণ সম্পাদক আবু হাসির মুক্ত। শহীদুল্লাহ হলে সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ , সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম।

অমর একুশে হলে সভাপতি এনায়েত এস মনম,সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।

ছাত্রীদের ৫ হল:

বেগম রোকেয়া হলে সভাপতি আতিকা বিনতে হোসেন সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথ্বা। শামসুন্নাহার হলে সভাপতি খাদিজা আক্তার ঊর্মি, সাধারণ সম্পাদক নুসরাত নীলা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সভাপতি কোহিনূর আক্তার আঁখি সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন।

কুয়েত মৈত্রী হলে সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি। বেগম সুফিয়া কামাল হলে সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রূমা আক্তার ডলি।

পাঁচ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩০ জানুয়ারি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!