খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার দুই ভাগে ঢাকায় পা রাখে তারা। ১০ সদস্যের প্রথম বহর পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা পরই ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বহরও। দুপুরের দিকে ঢাকায় এসেছে দ্বিতীয় বহরটি।

পূর্ণাঙ্গ সিরিজ হলেও সফরের প্রথম দফায় বাংলাদেশের বিপক্ষে শুধু টেস্ট খেলবে আফগানিস্তান, এরপর তারা ফিরে যাবে। ঈদের বিরতি শেষে আবারও বাংলাদেশে আসবে আফগানরা। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ জুন শুরু হবে।

২০১৯ সালে রশিদ খানের দারুণ বোলিংয়ে একমাত্র টেস্ট জিতেছিল আফগানিস্তান। তবে বিশ্রামের কারণে এবারের সফরে নেই ডানহাতি এই লেগস্পিন তারকা। রাখা হয়নি অফ স্পিনার মুজিব উর রহমান।

রোববার থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে আফগানিস্তনের। তবে এদিন, সূচিতে বিশ্রামও রাখা হয়েছে। সোমবার থেকে পুরোদমে অনুশীলন করবে হাশমতুল্লাহ শহীদির দল।

ঈদের ছুটি শেষে জুলাইয়ের শুরুতে ঢাকায় আসবে আফগানরা। ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। আর ১৪ জুলাই থেকে সিলেটে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচ ১৬ জুলাই।

আফগানিস্তানের টেস্ট দল : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জাহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসৌদ।

রিজার্ভ : জিয়া উর রহমান আকবর, নুর আলী জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমদ শিরজাদ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!