আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে লঙ্কা সফরকে কেন্দ্র করে নিল ম্যাকেঞ্জির জায়গায় নিয়োগ দেয়া হয়ে ক্রেইগ ম্যাকমিলানকে। এখনও দলের সঙ্গে কাজ শুরু না করলেও আশা করা হচ্ছে শ্রীলংকায় গিয়ে জাতীয় দলের দায়িত্ব বুঝে নিবেন তিনি।
চলতি সপ্তাহের ভেতর দলের বাকি কোচিং স্টাফরা চলে আসলেও স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটরি এবং ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলংকায়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের কাছে বিষয়টি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
নিজামউদ্দিন বলেন, আমরা আশা করছি যে প্রথম সপ্তাহের মধ্যেই কোচিং স্টাফরা চলে আসবেন। আমাদের ফিজিও, ট্রেনার ও প্রধান কোচ, ফিল্ডিং কোচ বাংলাদেশ দলের সাথে যাবেন। এছাড়া বোলিং কোচেরও বাংলাদেশ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের বিশেষজ্ঞ কোচ যারা আছেন, স্পিন বোলিং কোচ ও ব্যাটিং কোচ যাকে নেওয়ায় হচ্ছে তারা আমাদের সাথে শ্রীলঙ্কাতে যোগ দেবেন।’
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষদিকে লঙ্কার উদ্দেশ্যে বিমান ধরবে তামিম-মুমিনুলরা। সঙ্গে যাবে জাতীয় দলের হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। সফরে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। করোনা বিরতি কাটিয়ে এই সিরিজের মধ্য দিয়ে মাঠে ফিরবে দেশের ক্রিকেট।
খুলনা গেজেট/এএমআর