চট্টগ্রাম টেস্টের পর সাইফ হাসান টাইফয়েডে আক্রান্ত হয়েছে। । টাইফয়েডে আক্রান্ত হলেও এখনও দলের সাথেই রয়েছেন তিনি। একই ফ্লাইটে চট্টগ্রাম থেকে ধরবেন ঢাকার পথ।
ডানহাতি এই ব্যাটার মেডিকেল টিমের অধীনে থেকে চিকিৎসা নিচ্ছেন। টাইফয়েড আক্রান্ত হওয়ায় ঢাকা টেস্টের জন্য তাকে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করার সম্ভাবনা খুবই ক্ষীণ।
যদিও সাইফের যে পারফরম্যান্স তাতেও তিনি ঢাকা টেস্টে দলের ভাবনায় থাকতেন কি না তা এক বড় প্রশ্ন বটে। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ১৪ ও ১৮ রান করে আউট হয়েছেন। পাকিস্তানের পেসারদের সামনে সাইফ ছিলেন ভীষণ নড়বড়ে।
ঢাকা টেস্টে সাইফ না থাকলে দেখা যেতে পারে নাঈম শেখকে। টি-টোয়েন্টি দলে নিজের জায়গা পোক্ত করা নাঈম এবারই প্রথম সুযোগ পেয়েছেন টেস্ট স্কোয়াডে। সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকা টেস্টে নাঈমের অভিষেক হতে পারে।