খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বরিশালে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত তরুণ গণপিটুনিতে নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খড়বোঝাই ট্রাকে আগুন

গেজেট ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় খড়বোঝাই একটি টাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ট্রাকের তেমন কোন ক্ষতি হয়নি। এদিকে বিএনপির ডাকা ৯ম দফা ৪৮ ঘণ্টার অবরোধের ২য় দিনে গাজীপুরের শ্রীপুরে অবরোধের পক্ষে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় ঝটিকা মিছিল বের হয়। এসময় মিছিল থেকে সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। পরে দ্রুততম সময়ে মিছিলটি শেষ হয়ে যায়।

এদিন বগুড়ায় একাধিক স্থানে রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৮টায় বগুড়া পৌরসভার ফনির মোড় এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল হয়।

এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। পরে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় বাইপাসের বনানী সুজাবাদে মহাসড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে সোমবার রাজধানীসহ সারা দেশে ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি সারাদেশে র‌্যাবের ৪৩৫টি টহল দল কাজ করছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!