খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘গহীনের গান’

বিনোদন ডেস্ক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে দেখানো হবে সংগীত বিষয়ক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গহীনের গান’। রবিবার সন্ধ্যা ৭টায় শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ৫০ টাকার বিনিময়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক।

সংগীতশিল্পী হিসেবে দেশজুড়ে খ্যাতি পেয়েছেন আসিফ আকবর। প্রথমবারের মতো নায়ক হয়ে হাজির হয়েছেন ‘গহীনের গান’-এ। প্রযোজনা করেছে বাংলাঢোল।

চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে দেখানো হবে ‘গহীনের গান’। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবিটির প্রযোজক ও শিল্পী-কুশলীদের অনেকেই।

এই প্রসঙ্গে বাংলাঢোলের ব্যবস্থাপনা প্রযোজক এনামুল হক বলেন, “খুব আনন্দের সংবাদ যে, একটি বড় আয়োজনে বিশ্বের সেরা ছবিগুলোর সঙ্গে আমাদের ছবিটি দেখানো হচ্ছে। আশা করি এবার অনেকেই নতুন করে এটি উপভোগ করতে পারবেন।”

আরও জানান, একই উৎসবে বাংলাঢোলের আরেকটি ছবি নির্বাচিত হয়েছে, ‘কাসিদা অব ঢাকা’। ঐতিহ্যবাহী কাসিদা নিয়ে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন অনার্য মুর্শিদ। ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দেখানো হবে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে।

‘গহীনের গান’ নির্মাণ করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন। আসিফ আকবর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন প্রমুখ। এতে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া নয়টি গান। বেশিরভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!