ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে বৃষ্টির দাপট চলছেই। চারদিনে যেখানে খেলা হওয়ার কথা ছিল ৩৬০ ওভার, সেখানে বৃষ্টির বাগড়ায় হয়েছে মাত্র ৯৬.২ ওভার। বৃষ্টির দাপটে সাউদাম্পটন টেস্ট ড্র দেখছে। বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৪৫.৪ ওভার। পরদিন আরো কম, ৪০.২ ওভার। তৃতীয় দিন পুরোটাই যায় বৃষ্টির পেটে। আর চতুর্থ দিন খেলা হয় মাত্র ১ ঘণ্টা।
চতুর্থ দিন স্থানীয় সময় সকাল ১১টায় খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ইংল্যান্ড পাকিস্তানকে অলআউট করে ২৩৬ রানে। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৯১.২ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে চারদিনে। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ৭২, আবিদ আলী ৬০, বাবর আজম ৪৭ ও আজহার আলী করেন ২০ রান। বল হাতে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ৪টি উইকেট নিয়েছেন। জেমস অ্যান্ডারসন নিয়েছেন ৩টি।
এরপর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। ইংনিংসের চতুর্থ বলেই আউট হন ররি বার্নস। শাহীন শাহ আফ্রিদির বলে আসাদ শফিকের হাতে ক্যাচ দিয়ে শূন্যরানে ফেরেন বার্নস। এরপর আর ৪.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি এসে হানা দেয়। এরপর আর খেলা শুরু করা যায়নি।
ইংল্যান্ড ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭ রান তুলে চতুর্থ দিন শেষ করে। ডম সিবলি ২ ও জাক ক্রাউলি ৫ রান নিয়ে অপরাজিত আছেন। বৃষ্টি সুযোগ দিলে সোমবার তারা দুজন আবার ব্যাট করতে নামবেন।
খুলনা গেজেট/এএমআর