খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

ড্রয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকলো জিদান শিষ্যরা

ক্রীড়া প্রতিবেদক

স্প্যানিশ লা লিগায় রোববার রাতে মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। যার শৈল্পিক নাম মাদ্রিদ ডার্বি। তবে এই ডার্বিতে কেউ জিতেনি। করিম বেনজেমার অন্তিম মুহূর্তের গোলে ১-১ সমতা নিয়েই শেষ হয়েছে ম্যাচ।

তবে এই ড্রয়ে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকলো জিনেদিন জিদানের শিষ্যরা। ২৬ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে লস ব্লাঙ্কোসরা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ২৫ ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান শীর্ষে।

মাদ্রিদ ডার্বিতে ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচের ১৫ মিনিটেই মার্কোস লরেন্টের বাড়িয়ে দেওয়া বল থেকে লুইস সুয়ারেজের করা গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। শুরুতেই গোল করে তারা বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিল। পাশাপাশি এই ম্যাচ জিতলে ২০১৪ সালের পর লা লিগার শিরোপা জয়ের ভিত তৈরি হয়ে যেত দিয়েগো সিমিওনের শিষ্যদের।

কিন্তু সেটা আর হতে দিলেন কই করিম বেনজেমা। ৮৮ মিনিটের মাথায় কাসেমিরোর বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে সমতা ফেরান ফরাসি এই স্ট্রাইকার। তাতে শিরোপা জয়ের আশা বেঁচে থাকে রিয়ালের। অপেক্ষা আর অনিশ্চয়তার পালা বাড়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের।

লিগ শেষ হতে বার্সেলোনা ও রিয়ালের এখনো ১২টি করে ম্যাচ বাকি। অ্যাটলেটিকোর ১৩টি। এই ম্যাচগুলো শেষে হিসাব-নিকাশ অনেক বদলে যেতে পারে। শেষ পর্যন্ত ৭ বছর পর অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে লা লিগার শিরোপা যায়, নাকি পালাক্রমে আবারো রিয়াল-বার্সা চ্যাম্পিয়ন হয় দেখার বিষয়।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!