খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু

গেজেট ডেস্ক 

দেশে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৭ জন এবং রাজধানীতে ৫ জন। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ২৯৫ জনের। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫২ জন। আগের দিন সোমবার ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হন ২ হাজার ১৪ জন।

গত ২৪ দিনে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৫০৬ জন। গড়ে প্রতিদিন ২ হাজার ৩১২ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকা শহরে ৯৬ হাজার ৪১১ জন এবং রাজধানীর বাইরে এক লাখ ৬২ হাজার ৫০১ জন।

দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে বর্তমানে ২ হাজার ১০৬ জন এবং অন্যান্য বিভাগে ৫ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে ৪২৭ জন এবং রাজধানীর বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৪২৫ জন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!