ডুমুরিয়া বাজারে মনোয়ারা সুপার মার্কেটে উর্মি জুয়েলার্স নামের এক স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। এতে নগদ টাকা,স্বর্ণ, রুপা সবমিলে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ওই ব্যবসায়ীর। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ঘটনায় খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুভাষ মন্ডল জানান, ঘটনার রাতে প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীক কাজ শেষে সাজিয়াড়া গ্রামস্থ বাড়িতে গিয়ে ঘুমান। সকালে দোকানে এসে দেখেন কে বা কারা রাতের আঁধারে দোকানের সব তালা ভাঙ্গা। সিন্দুকে থাকা নগদ সাড়ে ৪ লাখ টাকা, প্রায় ৩৮ ভরি স্বর্ণ ও রুপাসহ ৩০ লক্ষাধিক টাকার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে।
ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ এস আই