খুলনার ডুমুরিয়ায় সমুদ্রগামী ৭৭৪ জন মৎস্যজীবীদের মাঝে চাউল বিরতণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রত্যেককে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়।
গত ২০মে থেকে আগামী ২৩জুলাই পর্যন্ত মোট ৬৫দিন সমুদ্রে ট্রলার বা যান্ত্রিক নৌযানের মাধ্যমে সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষনা করে প্রাণী সম্পদ মন্ত্রনালয়। সামুদ্রিক মাছের প্রজজন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমানায় এ মাছ ধরা নিষিদ্ধ করা হয়। একারণে মৎস্যজীবিরা কর্মহীন হয়ে পড়ায় সরকারের পক্ষ থেকে এ চাউল তাদেরকে দেয়া হয়েছে।