খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৬

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়ন পরিষদের সামনে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, ডুমুরিয়ার বরুনা গ্রামের শাহাজানের ছেলে আজিজুর রহমান (২৬), হরিশপুরের আজাদ হোসেনের দু’মেয়ে আকলিমা (৩২) ও আফরোজা আক্তার আঁখি (২৩), চেচুড়ি গ্রামের  রিনা সুলতানা (৩৫), একই এলাকার আফজাল আলীর ছেলে ইমন (৪৫) ও অজ্ঞাত পরিচয় চালক। আহতদের দ্রুত স্থানীয় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী  জানা যায় , বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস( ঢাকা মেট্রো-জ ১৪-২৬১৪) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুয়িার খর্নিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌছুলে একই সময় ডুমুরিয়ার রানাই গ্রামের ভেতর থেকে বরযাত্রীবাহী মাইক্রোবাস (চট্ট মেট্রো ছ-১১-১১৪৫) মহাসড়কে উঠতে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অজ্ঞাত পরিচয় মাইক্রোবাস চালক ও যাত্রী ইমন আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস দু’টি খর্নিয়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।এই দুর্ঘটনার রাস্তায় যানজটের সৃষ্টি হয়, সংবাদ পেয়েই  থানা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!