খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি
  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৬

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়ন পরিষদের সামনে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, ডুমুরিয়ার বরুনা গ্রামের শাহাজানের ছেলে আজিজুর রহমান (২৬), হরিশপুরের আজাদ হোসেনের দু’মেয়ে আকলিমা (৩২) ও আফরোজা আক্তার আঁখি (২৩), চেচুড়ি গ্রামের  রিনা সুলতানা (৩৫), একই এলাকার আফজাল আলীর ছেলে ইমন (৪৫) ও অজ্ঞাত পরিচয় চালক। আহতদের দ্রুত স্থানীয় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী  জানা যায় , বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস( ঢাকা মেট্রো-জ ১৪-২৬১৪) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুয়িার খর্নিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌছুলে একই সময় ডুমুরিয়ার রানাই গ্রামের ভেতর থেকে বরযাত্রীবাহী মাইক্রোবাস (চট্ট মেট্রো ছ-১১-১১৪৫) মহাসড়কে উঠতে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অজ্ঞাত পরিচয় মাইক্রোবাস চালক ও যাত্রী ইমন আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস দু’টি খর্নিয়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।এই দুর্ঘটনার রাস্তায় যানজটের সৃষ্টি হয়, সংবাদ পেয়েই  থানা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!