খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুমুরিয়ার রুবেল হত্যা মামলায় একজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়ার ওবায়দুর রহমান রুবেল হত্যা মামলায় আসামি বাচ্চু শেখকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছেন। আজ, ৯ নভেম্বর দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।

মামলার রায়ে হত্যার দায়ে আসামি বাচ্চুকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং নেশা করায় সাত বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, চুরির অপরাধের একটি ধারায় তিন বছরের কারাদন্ড দেওয়া হয়। অপর আসামি মোজাম্মেল হোসেন মিলনকে সাত বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড এবং আসামি আবুল কালাম আজাদ ওরফে কালামকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

আইনজীবীরা জানান, ২০১২ সালের ২৩ অক্টোবর আসামিরা রুবেলকে অপহরণ করে। পরদিন তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রুবেলের বাবা শেখ লুৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ইন্সপেক্টর তাইজুল ইসলাম ২০১৩ সালের ১৭ নভেম্বর তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।

খুলনা গেজেট/নূর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!