খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬
অভিযোগের তীর ঘোড়া প্রতীকের এজাজের কর্মীদের ওপর

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক

ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দিনের প্রচারণায় এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মোটরসাইকেল বহরে পুলিশের সামনেই হামলা চালানোর অভিযোগ উঠেছে আরেক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় ৩টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শাহপুর বাজারের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা রয়েছেন। আহতরা হলেন, গজেন্দ্রপুর এলাকার হৈমন্ত চন্দ্র মন্ডলের ছেলে অসিত মন্ডল, একই এলাকার রাজেন্দ্র নাথ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডল, কালিপদ মন্ডলের ছেলে উৎপল মন্ডল, আমভিটা গ্রামের দেলওয়ার তালুকদারের ছেলে মিলন তরফদার।

আহত অসিত মন্ডল বলেন, আমরা নিয়মিত কর্মসূচিতে অংশ হিসেবে মটরসাইকেলে করে যাওয়ার পথে গাজী এজাজের লোকজন আমাদেরকে শাহপুর এলাকায় ধাওয়া করে হামলা করে। এসময় হামলাকারীরা হকস্টিক, লাঠি ও স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পিটানো শুরু করে। আমাদের প্রায় ১০ থেকে ১২ জন বা তারও বেশি আহত হয়েছেন।

মোটরসাইকেল মার্কার প্রার্থী আজগর বিশ্বাস তারা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দাবি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠু, শান্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিক।

তিনি হামলার ঘটনায় এ প্রতিবেদককে বলেন, ওদের যদি হামলা করতেই হয়, আমার ওপর করতো। কেন আমার কর্মিদের ওপর নগ্ন হামলা। তিনি অনতিবিলম্বে এ হামলার ঘটনায় বিচার দাবি করেন।

এ ঘটনায় ঘোড়া মার্কার প্রার্থী গাজী এজাজ আহমেদ বলেন, আমরা কারো উপর হামলা করিনি, উল্টো আমাদের উপরে হামলা হয়েছে। আমাদের কয়েকজন আহত হয়েছে তবে কয়জন আহত হয়েছে তাদের সে কথাটি বলতে পারেননি।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, যেকোনো অপ-তৎপরতার বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদাই সক্রিয়। আমরা শাহপুরের ঘটনায় অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেব।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!