জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির সরকারি অনুদানে নির্মাণ করেছিলেন ‘রাত জাগা ফুল’ নামের একটি ছবি। করোনাকাল শুরু হওয়ার আগেই এটির শুটিং শেষ হয়েছিল। তবে করোনার কারণে এটির কারিগরি অংশের কাজ শেষ করতে বিলম্ব হয়। সব কাজ শেষ করে কিছুদিন আগে ছবিটির সেন্সর সার্টিফিকেটের জন্য জমা দেন মীর সাব্বির। অবশেষে ১ নভেম্বর আনকাট সেন্সর পেয়েছে এটি।
এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, এটি আমার পরিচালনায় প্রথম ছবি। তাই এটির প্রতি বেশ আবেগ জড়িয়ে আছে আমার। আমি চেষ্ঠা করেছি যেন দর্শক আগ্রহ নিয়ে ছবিটি দেখেন। এতে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকেই আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। আশা করছি এটি উপভোগ্য হবে।
আগামী ৩১ ডিসেম্বর দেশের একাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন মীর সাব্বির। এদিকে নাটকে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। একাধিক ধারাবাহিক নাটকের কাজ হাতে রয়েছে তার। পাশাপাশি তার রচনায় একটি দীর্ঘ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে টিভিতে। সব মিলিয়ে কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন মীর সাব্বির।
খুলনা গেজেট/ টি আই