খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর হাতিরঝিলের ফুলনপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত ২

ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক সেনা কর্মকর্তা ও নেত্র নিউজের বিরুদ্ধে মামলা

গেজেট ডেস্ক 

রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে হাসিনুর রহমান নামের সা‌বেক এক সেনা কর্মকর্তা ও অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের ফেসবুক পেইজের এডমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দা‌য়ের করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনির উদ্দিন আহম্মেদ তারেক।

বিচারক গোলাম ফারুক মামলা‌টি আমলে নি‌য়ে সিআই‌ডির বিশেষ পু‌লিশ সুপারকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তদ‌ন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নি‌র্দেশ দিয়েছেন। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকা‌রী নুরুল ইসলাম কাকন।

বাদী প‌ক্ষের আইনজীবী গোলাম সারওয়ার রাজীব বলেন, মামলার আসামি হাসিনুর রহমানের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বিনয়ঘর গ্রামে। তিনি বর্তমানে রাজধানী ঢাকার মিরপুরে বসবাস করছেন। তি‌নি একজন সা‌বেক সেনা কর্মকর্তা। মামলার অপর আসামি অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের ফেসবুক পেইজের এডমিন। হা‌সিনুর রহমান একজন সাবেক সেনা কর্মকর্তা হওয়া সত্বেও রাষ্ট্র, স‌রকার ও আইনশৃঙ্খলারক্ষাকা‌রী বা‌হিনীর বিরু‌দ্ধে নানা ধরনের বক্তব্য দিয়ে নেত্র নিউ‌জের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

মামলার আরজি থেকে জানা যায়, রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন ভিডিওসহ পোস্ট ভাইরাল হয় নেত্র নিউজ থেকে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক এই অপপ্রচারের কারণে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করে‌ছেন বাদী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!