মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন বলে জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
আজ সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জায়েদ খান। জায়েদ খান দাবি করেন, সংবাদ সম্মেলনে নিপুণ যে স্ক্রিনশট দিয়েছেন, তা সুপার এডিটেড। মুনমুনকে নিয়ে যে ভাইরাল ভিডিও উপস্থাপন করা হয়েছে নিপুণের সংবাদ সম্মেলনে, তাও প্রমাণ করে না যে সেখানে টাকা দেওয়া হচ্ছে।
গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া চিত্রনায়িকা নিপুণ আক্তার সংবাদ সম্মেলন করে বলেছেন, তিনি হারেননি, হেরেছে গোটা বাংলাদেশ। এ ছাড়া নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচনের জোর দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রজেক্টরে জায়েদ খানের সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তির (যাঁকে স্যার বলে সম্বোধন করছিলেন জায়েদ খান) কথোপকথন পড়ে শোনান নিপুন। যেখানে নির্বাচনকে প্রভাবিত করে এমন চ্যাট (খুদে বার্তা) দেখানো হয়েছে। যদিও এই আলাপ জায়েদ খানের কি না, তা নিশ্চিত হয়নি।
আজ পাল্টা সংবাদ সম্মেলন করে জায়েদ খান বলেন, ‘সুষ্ঠু একটি নির্বাচন হওয়ার পরও অহেতুক একটি সংবাদ সম্মেলন করে কোনও ধরনের সমর্থিত সূত্র বা প্রমাণ ছাড়া আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যে কারণে আমি মামলাটি করতে যাচ্ছি, যার প্রথম আসামি হবেন নিপুণ। এ ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যদের বিরুদ্ধে আইনজীবীর পরামর্শ নিয়ে যাচাই-বাছাই করে মামলা করতে যাচ্ছি।’
সংবাদ সম্মেলনে জায়েদ খানের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মুনমুন।
খুলনা গেজেট/এএ