খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন আটক

পাইকগাছা প্রতিনিধি

ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৪জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়ার গোয়াল বাড়ি চক এলাকার ঝোপের পাশ থেকে তাদের আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হল, কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী(২৮), লস্কর ইউনিয়নের মিনহাজ চক এলাকার লেয়াকত সরদারের ছেলে আসাবুর সরদার (১৮), নজু গাজীর ছেলে মহরাম গাজী(২০), আশরাফ সরদারের ছেলে ফজলু সরদার (১৭) কে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে পুলিশ দেশিয় তৈরী কুড়াল, হাতুড়ি ও দা উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ডাকাতির ‍উদ্দেশ্যে কয়েকজন উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়ার গোয়াল বাড়ি চক এলাকার ঝোপের মধে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ এলাকাবাসির সহায়তায় তাদের আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে দেশিয় তৈরি অস্ত্র উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার পরিদর্শক ( ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, গতকাল রাতে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা খড়িয়ার গোয়ালবাড়ি চক এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করা হয়। সর্বশেষ বুধবার দুপুর ১২ টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!