ডা. শামারুখ মাহজাবিন হত্যার পুন:তদন্ত সাপেক্ষে সুষ্ঠু ও ন্যায় বিচার দাবিতে যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে নিহতের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন।
এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার জামাই হুমায়ন সুলতান সাদাবের সাথে ঢাকায় তার মেয়ে ডা. শামারুখ বসবাস করতেন। আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার মেয়ের গলার বাম পাশে আঙ্গুলের চাপের দাগ, ডান পাশের দুই আঙ্গুলের চাপের দাগ ছিল। তিনি বলেন, বাথরুমের ভেনটিলেটরের উচ্চতা ৫ ফুট আর তার মেয়ের উচ্চতা ৫ ফুট আড়াই ইঞ্চি। এ উচ্চতার মেয়ে কীভাবে ফাঁস ঝুঁলিয়ে আত্মহত্যা করলো তা তার বোধগম্য নয়। এছাড়া পুলিশ না ডেকে কেন তারা নিজেরাই তার মেয়ের লাশ নামালো তার উত্তর এখনো তাদের অজানা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার রাজেক আজম্মেদ, বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, আবু সফিয়ান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপংকর দাস রতন, শহিদুল হক বাদল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বর ডা. শামারুখ মাহজাবিন ঢাকায় শ্বশুর বাড়িতে রহস্যজনকভাবে মারা যায়।
খুলনা গেজেট/কেএম