খুলনাবাসীর বহু প্রত্যাশিত এবং প্রতীক্ষিত ভৈরব সেতুর অগ্রগতি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ৩ দিনের সরকারি সফরে খুলনায় আসছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
সফর সূচী অনুযায়ী তিনি ঐ দিন বেলা ১১ টায় ঢাকা থেকে সড়ক পথে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৪ টায় খুলনা সার্কিট হাউজে পৌঁছাবেন। এবং খুলনা জেলা প্রশাসকসহ সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর খুলনা খুলনা সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। শুক্রবার (২০ অক্টোবর) খুলনা সার্কিট হাউজে অবস্থান করবেন। শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় সার্কিট হাউসে খুলনা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সামসুদ্দিন ‘র সাথে ভৈরব সেতুর অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনৈতিক উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. মনজুরুল ইসলাম।
আলোচনায় ভৈরব সেতুর শহরাংশ রেলিগেট থেকে দৌলতপুর মুহসিন মোড় পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের জমি অধিগ্রহণের বিষয়টি অধিকতর গুরুত্ব পাবে বলে খুলনা গেজেটকে জানিয়েছেন খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ। আলোচনায় রেলওয়ের পাকশী’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
খুলনা গেজেট/লিপু