খুলনার ডুমুরিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি মামলায় ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চুকনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া। তিনি উপজেলার মালতিয়া গ্রামের সরোয়ার হেসেন গাজীর ছেলে এবং খুলনা পল্লী বিদ্যুত সমিতির লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান আবু হাসান গাজী।
পুলিশ জানায়, মাসখানেক আগে উপজেলার নরনিয়া গ্রাম থেকে এক রাতে দুটি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এরপর খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুসন্ধানে চুরির ঘটনার সাথে হাসানের জড়িত থাকার প্রমাণ পায়। পরে সমিতির সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম/প্রশাসন) বাদী হয়ে হাসানের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৪, তারিখ-০৪/০২/২০২৩।
থানার এস আই সঙ্গীয় ফোর্সসহ ওইদিন রাতে চুকনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
উক্ত হাসানের নামে ইতোপূর্বে বেশকিছু ট্রান্সফরমা চুরি, বিদ্যুতে চাকরী দেওয়ার নামে অর্থ আত্মসাত, বিদ্যুত সংযোগ দেওয়ার নামে অর্থ আত্মসাতসহ বিভিন্ন ঘটনার অসংখ্য অভিযোগ রয়েছে। এসব ঘটনায় সে কয়েকবার কারাগারেও গিয়েছে।
খুলনা গেজেট/ এসজেড