স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে ১৫ দফা দাবি পূরণে আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সচিবালয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান পরিষদের নেতারা।
ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, ‘আলোচনায় আমরা সন্তুষ্ট, কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান সম্ভব সেগুলো সমাধান করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর বাকিগুলো যাচাই বাছাই করে পরে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে, ১৫ দফা দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু করে ঐক্য পরিষদ। ঘোষণা অনুযায়ী ধর্মঘট চলার কথা বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত। এই ধর্মঘটের ফলে দেশের নানা প্রান্ত থেকে ভোগান্তির খবর আসছিল।
বুধ্বার বৈঠকে অংশ নেয়ার সময়ই নেতারা জানিয়েছিলেন, দাবি আদায়ের আশ্বাস পেলে প্রত্যাহার করে নেবেন তারা। তাই করলেন।
১৫ দফা দাবির উল্লেখযোগ্য হচ্ছে, ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেয়া যাবে না এবং এ পর্যন্ত নেয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে।
১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেয়া চালু করতে হবে।
খুলনা গেজেট/এনএম