খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা

গেজেট ডেস্ক 

দাবি আদায়ে সারা দেশে জ্বালানি তেল পরিবহনে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশন। ১০ দফা দাবি না মানলে আগামী ২৩ অক্টোবর থেকে লাগাতার এ কর্মবিরতিতে যাবেন তারা।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক রজাউল করিম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহজাহান ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি আবদুল মতিন মুন্সী।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

ট্যাংক-লরি শ্রমিকদের ১০ দফা দাবি হলো- ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করতে হবে; নিয়োগপত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক দেওয়াসহ শ্রম আইন ও শ্রম বিধি অনুযায়ী শ্রমিকের যাবতীয় রেকর্ডপত্র সংরক্ষণ করতে হবে; পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বীমার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে; ট্যাংক-লরি চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে;

কেন্দ্রীয় ট্যাংক-লরি টার্মিনালসহ সারাদেশে সব তেলের ডিপোর সঙ্গে অত্যাবশ্যকীয় সুবিধাসহ ট্যাংক-লরি টার্মিনাল নির্মাণ করতে হবে; সড়কে যত্রতত্র চলন্ত ট্যাংক-লরি থামিয়ে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে;

ট্যাংক-লরি শিল্পে অপরাপর সেক্টরের শ্রমিকদের অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা বন্ধ করতে হবে; শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে পৃথকভাবে সাহায্য-সহযোগিতার ব্যবস্থা করতে হবে; দাহ্য পদার্থবাহী ট্যাংক-লরির ক্ষেত্রে একই প্রতিষ্ঠানে একটির বেশি ইউনিয়ন গঠন করা যাবে না, এই মর্মে ধারা সংশোধন করতে হবে; এবং ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সংগঠন থেকে ‘ট্যাংক-লরি’ শব্দটি বাদ দিতে হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!