সাদা পোশাকে ২০২০ সালে তেমন খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। বছর শেষে র্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়েছে। টেস্ট ক্রিকেটে ১৭ বছরের জুনিয়র দল আফগানিস্তানেরও নিচে নেমে গেছে বাংলাদেশ।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ বুধবার টেস্ট র্যাঙ্কিং হালনাগাদ করেছে। সেখানে দেখা গেছে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে ৯ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। অন্যদিকে আইসিসির র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠল কেইন উইলিয়ামসনের দল।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পেসার কাইল জেমিসনের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এর আগে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০১ রানে হারিয়েছিল স্বাগতিকেরা।
এই নিয়ে টানা তিন সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। যার সুবাদে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠার স্বাদ পেল কিউইরা।
নতুন র্যাঙ্কিংয়ের তালিকায় ১১৮ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। আর, ১১৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া। অবশ্য ঘরের মাঠে ভারতে হারাতে পারলে আবারও শীর্ষে ফিরবে অসিরা। ১১৪ রেটিং নিয়ে তৃতীয়তে আছে ভারত। ৫৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আফগানিস্তান। আর ৫৫ রেটিং নিয়ে ১০ নম্বরে বাংলাদেশ।
খুলনা গেজেট/এ হোসেন