চুয়াডাঙ্গায় ভারতে পাচারকালে ৪০ লাখ টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বারসহ শারমিন আক্তার ওরফে চায়না খাতুন (৪০) নামে এক নারী চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের জেলেপাড়া থেকে থানা পুলিশ তাকে আটক করে।
রাতেই এ ঘটনায় ওই নারী, তার স্বামী ও তার মেয়েসহ অজ্ঞাত আরও ২-৩ জনের নামে পুলিশ একটি মামলা দায়ের করে। পরে ওই মামলায় শারমিন আক্তার ওরফে চায়না খাতুনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার এসআই কেরামত আলী জানান, স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিহরনগর গ্রামের আবদুল হান্নানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় টেলিভিশনের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের ছয়টি বারসহ আবদুল হান্নানের স্ত্রী শারমিন আক্তার ওরফে চায়না খাতুনকে আটক করা হয়।
জীবননগর থানার ওসি আবদুল খালেক বলেন, বুধবার রাতেই ওই নারী, তার স্বামী ও মেয়েসহ অজ্ঞাত ২-৩ জনের নামে একটি মামলা করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৪০ লাখ টাকা।
খুলনা গেজেট/ এস আই