খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার আজ (সোমবার) সকালে নগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেয়ার জন্য সরকার কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ সকল ক্ষেত্রে উন্নতি করছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান ও ক্লাসরুম গুলো আধুনিকায়নের উদ্যোগ নেয়া হচ্ছে।
পরে বিভাগীয় কমিশনার বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এমএম মাসুদ মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এমএম মাসুদ মাহমুদের প্রচেষ্টায় পিইডিপির-৪ এর প্রকল্পের আওতায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। প্রেস রিলিজ
খুলনা গেজেট/এ হোসেন