খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, আর্থিক ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর আহবান: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ড. ইউনূস
  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ

টিউলিপকে অপসারণের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

পলাতক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই)। মঙ্গলবার দুপুরে ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে লন্ডনে বসবাসরত মানবাধিকার কর্মীসহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

ইআরআই এর উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক হাসান জাভেদ বলেন, ২০১৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রায় ৫৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার বোন রেহানা। ওই টাকা ইংল্যান্ডে এসেছে টিউলিপ সিদ্দিকের কাছে ফ্ল্যাট উপহারের নামে। তাকে ইতোমধ্যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আমরা তার এমপি পদ থেকে বহিষ্কারের দাবি করছি।

ইআরআই সভাপতি মাহবুব আলী খানশূর বলেন, শেখ পরিবারের ঐতিহ্য দুর্নীতি। এই দুর্নীতিগ্রস্ত সদস্য টিউলিপকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে বহিষ্কার করে ব্রিটিশদের সুনাম রক্ষার দাবি করেন তিনি। অন্যথায় ব্রিটিশ প্রধানমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।

ইআরআইয়ের মাইনোরিটি সেক্রেটারি তাহমিনা আক্তার বলেন, বাংলাদেশের যে শাসক দুর্নীতির জন্য দেশ থেকে পালিয়ে গেছে সেই হাসিনার ভাগ্নি ব্রিটেনে দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব হারিয়েছেন। তাকে পার্লামেন্ট থেকেও বহিষ্কারের দাবি করছি আমরা ইআরআই।

ইআরআই সভাপতি মাহবুব আলী খানশূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন ইআরআইয়ের অর্গানাইিজিং সেক্রেটারী জুবায়ের আহমেদ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইআরআইয়ের সহ সভাপতি রোক্তা হাসান, শামসুল ইসলাম, ইমাদ, শাহরিয়ার কালাম আযাদ, ব্রিটিশ নাগরিক ডেভিড ও ক্যাথরিনসহ প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!