খুলনার ডুমুরিয়ায় টিউবওয়েলে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে দাখিল পরীক্ষার্থী আব্দুল্লাহ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সে মারা যায়। সে একজন শারীরিক প্রতিবন্ধী ছিল।
মৃত আব্দুল্লাহ আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষার্থী ও ঐ গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ডিসেম্বর) দুপুরে টিউবওয়েলে গোসল করার সময় পড়ে গিয়ে আহত হয় আব্দুল্লাহ। ঐদিন তাকে খুলনার সোনাডাঙ্গায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টা দিকে মারা যায়।
ছাত্রটির অকাল মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছে। মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/ টিএ