অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো হয়নি ভারতের। তারা অজিদের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। যদিও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে ভারত। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।
ভারতের দেয়া ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ডি আর্কি শর্ট এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ ব্যক্তিগত ৩৫ রানে যুবেন্দ্র চাহালের শিকার হন। এরপর দ্রুতই আরও দুটি উইকেট হারায় অজিরা।
স্টিভেন স্মিথ ১২ রান করে ফেরার পর মাত্র ২ রান করে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। চতুর্থ উইকেটে ময়েজেস হ্যানরিক্সকে নিয়ে ৩৮ রান যোগ করেন শর্ট। এই অজি ওপেনার ভারতের নতুন সেনসেশন থাঙ্গারাসু নাটারাজনের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে ফিরলে কিছুটা চাপে পড়ে অজিরা।
চাপের মধ্যে পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। তিনি ৯ বলে ৭ রান করে আউট হন। এরপর মিচেল স্টার্ক ১ রান করে ফিরে গেলে আর জয়ের পথে হাঁটতে পারেনি অস্ট্রেলিয়া। শেন এবোট (১২) এবং মিচেল সোয়েপসন (১২) অপরাজিত থেকে কেবল দলের হারের ব্যবধান কমিয়েছেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি ভারত। তারা দলীয় ১১ রানেই হারায় ওপেনার শিখর ধাওয়ানের উইকেট। এরপর বিরাট কোহলি আউট হন মাত্র ৯ রান করে। ওপেনার লোকেশ রাহুল অবশ্য একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৪০ বলে ৫১ রানের ইনিংস।
ভারতের মিডল অর্ডারে একমাত্র দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন সঞ্জু স্যামসন। তিনি ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ১৬ আর রবীন্দ্র জাদেজার ২৩ বলে ৪৪ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় ভারত। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে ব্যাট করলেও শেষ ওভারে মিচেল স্টার্কের বাউন্স যেন কাল হয়ে দাঁড়ালো এই জাদেজার জন্য।
শেষ ওভারের দ্বিতীয় বলে স্টার্কের করা এক বাউন্স এসে হেলমেটে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর আর মাঠে ফেরা হয়নি তাঁর। ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী কেউ আঘাতপ্রাপ্ত হলে তাঁর পরিবর্তে অন্য কেউ খেলতে পারবেন। যে কারণে অনুমেয়ভাবেই তাঁর ‘কনকাশন সাব’ হিসেবে লেগস্পিনার চাহালকে মাঠে নামায় ভারত।
খুলনা গেজেট/এএমআর