খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

টি-টেন লিগে পুনের নেতৃত্বে নাসির

ক্রীড়া ডেস্ক

পর্দা উঠছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের। ১০ ওভারের ক্রিকেট লড়াইয়ের এবারের আসরে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন এক ঝাঁক ক্রিকেটার। নিলাম থেকে টুর্নামেন্টির দল পুনে ডেভিলস দলে টেনেছে অলরাউন্ডার নাসির হোসেনকে। নাসিরেই আস্থা রেখেছে দলটি। দলে ডেভিড মালান, মোহাম্মদ আমিরদের মতো তারকা ক্রিকেটার থাকলেও নাসিরকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পুনে।

বুধবার এক টুইট বার্তার মাধ্যমে পুনে ডেভিলস তাদের অধিনায়কের নাম ঘোষণা করে। সেখানে তারা জানায়, এবারের আসরে নাসিরের ওপরেই আস্থা রাখছে দলটি। পুনে দলে নাসিরের পাশাপাশি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন মনির হোসেন খান। এছাড়াও আইকন ক্রিকেটার হিসেবে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালান।

টুর্নামেন্ট শুরুর দিনেই মাঠে নামবে পুনে ডেভিলস। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শহরের শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকার গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে নাসিরের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

পুনে ডেভিলস স্কোয়াড- নাসির হোসেন (অধিনায়ক), ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!