যশোরের টানা দুদিনের বৃষ্টিপাতে শহরের নিম্নাঞ্চল পানিতে থৈ-থে করছে। বুধবার ভোর থেকে অঝোর ধারার বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে পশু কোরবানি দেওয়া মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
শহরের বিভিন্ন এলাকায় অনেকের বসত ঘরে পানি উঠেছে। ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকেছে পানি। বিশেষ করে শহরের শংকরপুর, খড়কী, বেজপাড়া, বারান্দীপাড়া, পিটিআই রোড, স্টেশন রোড, বকচর করিম পাম্প ও জোড়া মন্দির এলাকার দক্ষিণাংশ, ঘোপের একটি অংশের মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছেন। ড্রেন, ময়লার ডাস্টবিন কিংবা রান্নাাঘর সবস্থানে একই পানিতে ছয়লাব। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন সকলে। আর সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পশু কোরবানি দেওয়া মানুষেরা। সড়কে পানি থাকায় তাদের বিকল্প পদ্ধতিতে উঁচু স্থানে নিয়ে পশু কোরবানি দিতে হয়েছে। যা নিয়ে মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েন।
বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে ব্যাটারি চালিত যানবাহন নিয়ে বেকায়দার পড়েছেন অনেকে। পানির সংস্পর্শে গিয়ে বিকল হয়েছে এসব যান। একই সাথে বাধ সেজেছে সনাতন ধর্মীদের উল্টো রথ যাত্রার উৎসব আনন্দেও।
আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার দুপুর ১ টা পর্যন্ত ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খুলনা গেজেট /কেডি