যুব এশিয়া কাপের ফাইনালে খোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। টস জিতে ভারত প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, ফলে ব্যাটিংয়ে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিজয়ের মাসে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে লাল-সবুজের দল। রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। ম্যাচটি সরাসরি দেখাবে সনি পিকচারস।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে ফাইনালের পথে ছুটেছে বাংলাদেশ। যদিও গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছিল তারা। তবে সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। বাংলাদেশ যুব দল দারুণ ফর্মে আছে এবং টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।
অন্যদিকে ভারতের যুব দল এশিয়া কাপে সবচেয়ে সফল। ৮ বার শিরোপা জেতার অভিজ্ঞতা নিয়ে মাঠে নেমেছে তারা। ফাইনালে ভারতের হারানোর কোনো নজির নেই, যা বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জের বিষয় হতে পারে।
ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে। অন্যদিকে, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় তুলে নেয়। দু’দলই ফাইনালে আসার পথে নিজেদের শক্তি ও দক্ষতার প্রমাণ দিয়েছে।
ফাইনাল ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা জয়ের। অন্যদিকে, ভারত চাইবে তাদের অপরাজিত ফাইনালের ধারাবাহিকতা ধরে রাখতে।
আজকের ম্যাচে উত্তেজনার পারদ তুঙ্গে। বিজয়ের মাসে লাল-সবুজের দল কি শিরোপা ধরে রাখতে পারবে? সেটাই দেখার বিষয়।
খুলনা গেজেট/এনএম