মাত্র ৪৫ বলে ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান।
আয়ারল্যান্ড: ২১৪/১০ (৭৭.২ ওভার)
বাংলাদেশ: ১১৯/৩ (২৭ ওভার)
ম্যাকব্রিনের আউটসাইড অফের বল। এক হাঁটু গেঁড়ে সুইপ করলেন সাকিব। কোনো ফিল্ডার না থাকায় ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সহজেই চার হয়ে যায়। বাংলাদেশ ২৩.৫ ওভারে দলীয় ১০০ রান করে। পরের বলেও ঠিক একই জায়গায় একইভাবে চার হাঁকান বাংলাদেশ অধিনায়ক। শুরু থেকেই সাকিব আগ্রাসী খেলছেন। প্রথম সেশনে পানি পানের বিরতির আগে সাকিবের রান মাত্র ৩৬ বলে ৪১। সঙ্গী মুশফিক খেলছেন ৩৭ বলে ২২ রান নিয়ে।
ক্রিজে এসে চার মেরে শুরু করেছিলেন সাকিব আল হাসান। সঙ্গী মুশফিকুর রহিমও রান তোলার চেষ্টা করছেন। দুজনের জুটির ফিফটি হয় মাত্র ৫৪ বলে। তবে মুশফিকের তুলোনায় সাকিবকে আগ্রাসী দেখা যাচ্ছে। ফিফটির জুটিতে দুজনে হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি, তাতে সাকিবের একারই ৫টি।
প্রথম বলে অ্যাডেয়ারকে এক্সট্রা কাভারে দারুণ চারের দিনের শুরু করেছিলেন মুমিনুল হক। শুরুতে সম্ভাবনা দেখানো মুমিনুল কাটা পড়লেন তৃতীয় ওভারে। সেই অ্যাডেয়ারের লেগ স্ট্যাম্পে করা বল খেলতে গিয়ে মিস করেন, ভেঙে দেয় উইকেট। ১২ রানে দিন শুরু করে মুমিনুল আর যোগ করতে পারলেন মাত্র ৫ রান। ৩৪ বলে তিনি ১৭ রান করেন। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী সাকিব আল হাসান। এসেই বাংলাদেশ অধিনায়ক চার হাঁকান।
খুলনা গেজেট/এনএম