টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। কালিহাতী উপজেলার হাতিয়ায় সোমবার(১১ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন অটোরিকশার চালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার তায়েবুল হোসেন, অটোরিকশার যাত্রী তাহমিনা বেগম ও তাহমিনার এক বছরের ছেলে মো. তাওহীদ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাহমিনা তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। হাতিয়ায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তায়েবুল ও তাওহীদের মৃত্যু হয়।
তাহমিনাকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই নবীন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
খুলনা গেজেট/ এস আই