পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গী হচ্ছেন না। তার জায়গা পূরণে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে টাইগার ব্যাটসম্যানদের সামলানোর দায়িত্ব পেয়েছেন পাঁচবছর নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা ক্রেইগ ম্যাকমিলান। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহীম-মুমিনুল হকদের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারবেন না তিনি। টাইগার ব্যাটসম্যানদের সঙ্গে ম্যাকমিলান তাই প্রথমে করতে চান ‘বন্ধুত্ব’। ইএসপিএন ক্রিকইনফোকে সাবেক এই কিউই ব্যাটসম্যান বলেন, ‘আমার প্রথম কাজ হবে দলের খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক গড়া।’
লম্বা সময় নিজ দেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করায় বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে দেখেছেন কাছ থেকে। ম্যাকমিলান বলেন, ‘আমি বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়কে দেখেছি। যখন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছে।
ব্যাট হাতে ভালো করতে পারেনি তারা।’ শুধুমাত্র শ্রীলঙ্কা সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন ম্যাকমিলান। ব্যাটসম্যানদের নিয়ে কাজটাও করতে চান সেভাবেই, ‘আমি কখনই ব্যাটসম্যানদের কৌশলে পরিবর্তন আনবো না। তবে তাদের গেম প্ল্যানের সঙ্গে বাড়তি কিছু যোগ করতে চাই। যাতে ব্যাটসম্যানরা সফল হতে পারে।’
শ্রীলঙ্কা সফরে আগামী ২৪শে অক্টোবর প্রথম টেস্টে শুরু হবে বাংলাদেশ দলের।
খুলনা গেজেট/এএমআর