দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৬ ফেব্রুয়ারি শুর হয় বাংলাদেশ টাইগার্সের প্রথম পর্বের ক্যাম্প। ১০ দিনের এই ক্যাম্প আজ (সোমবার) শেষ হয়েছে। এবারের ক্যাম্পের উদ্দেশ্য ছিল, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি। প্রথম পর্বের ক্যাম্পের শেষ দিনে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, এরপর আরো বড় পরিকল্পনায় এবং বড় পরিসরে হবে বাংলাদেশ টাইগার্সের পরবর্তী ক্যাম্প।
এক ভিডিও বার্তায় বাশার বলেন, ‘বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প তো এটাই প্রথম, কেবল শুরু হলো। সামনে আরও বড় পরিসরে, বড় পরিকল্পনায়, আরও অনেক কিছু যোগ হবে। সামনে প্রিমিয়ার লিগ শুরু হবে। ঘরোয়া টুর্নামেন্ট শেষ হওয়ার পর, বাংলাদেশের পরবর্তী কোনো সিরিজে প্রোগ্রামটা আবার শুরু করা হবে।’
এবার দক্ষিণ আফ্রিকায় ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দক্ষিণ আফ্রিকায় সাদা পোশাকে সাফল্য পেতে সেখানে গিয়ে একটি কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা, তার আগে বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের কাম্পে নিজেদের ঝালিয়ে নেন মুমিনুল হকরা।
বাশার বললেন, ‘যেহেতু সামনে আমাদের দক্ষিণ আফ্রিকা সফর, সেই সফরে কেমন কন্ডিশন মোকাবেলা করতে হতে পারে সেটা মাথায় রেখে এখানে ক্যাম্প করা হয়েছিল। বগুড়ার উইকেট বেশ ভালো, সিমিং ফ্রেন্ডলি উইকেট। এখানে পেস ও বাউন্স থাকে খেলোয়াড়রাও খুব ভালো অনুশীলন করতে পেরেছেন। আমরা যে উদ্দেশে বগুড়াতে এসেছিলাম, আমার মনে হয় সেটা সফল হয়েছে।’
যোগ করেন বাশার, ‘এটা সবার জন্য সহায়ক হবে, এমনকি আমরা নির্বাচকদের জন্যও সহায়ক হবে। যেহেতু আমাদের সামনে প্রচুর খেলা, আমাদের স্কোয়াডটা বড় করতে হচ্ছে। ২০ জনকে নিয়ে আমরা বসে থাকতে পারছি না। যেহেতু এই বছর অনেক খেলা আছে, অনেকে ইঞ্জুরিতে থাকবে, অনেক খেলোয়াড়কে হয়ত পাব না। সেক্ষেত্রে বিকল্প প্রস্তুত রাখা খুব জরুরী। আমি মনে করি এই ক্যাম্প সবাইকে সাহায্য করছে। খেলোয়াড়দের তো বটেই, একইসাথে নির্বাচকদেরও।’
খুলনা গেজেট/কেএ