দীর্ঘদিন ধরে জল্পনা ছিল। পাশাপাশি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশ্যাও ছিল। সবশেষ ‘পাঠান’ সিনেমায় একসঙ্গে দেখা যায় বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খানকে। একসঙ্গে প্রিয় দুই তারকাকে বড় পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শকরা। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে অনুরাগীদের সেই উন্মাদনা দেখা গেছে।
পাঠান সিনেমায় ক্যামিও রোলে অভিনয় করেছেন সালমান। পর্দায় তার সময় ছিল মাত্র ১৫ মিনিট। অল্প সময়েই শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা কিছুটা হয়তো মিটেছে। কিন্তু এতেতো মন ভরে না! তাইতো এবার প্রশ্ন উঠেছে—আবার কবে একসঙ্গে দেখা যাবে সালমান-শাহরুখকে।
আনন্দবাজার পত্রিকার খবর বলছে ‘পাঠান’, ‘টাইগার’ ও ‘ওয়ার’, এই তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজস্ব স্পাই ইউনিভার্স তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।
প্রতিষ্ঠানটির কর্ণধার আদিত্য চোপড়ার পরিকল্পনা অনুযায়ী তিন ফ্র্যাঞ্চাইজির সমান গল্পে সাজানো হবে সিনেমাগুলোর চিত্রনাট্য। এতে এক ফ্র্যাঞ্চাজির সিনেমায় কখনো কখনো অন্য ফ্র্যাঞ্চাইজির নায়কের দেখা পাওয়া যাবে। আবার গল্পও এমনভাবে সাজানো থাকবে, যাতে দুই তারকাকে এক ফ্রেমে নিতে গিয়ে চিত্রনাট্যে কোনো গ্যাপ না থাকে।
এই ভাবনা থেকে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘টাইগার-৩’ এর গল্প সাজাতে চান নির্মাতারা। ‘পাঠান’-এ যেমন সালমানকে দেখা গেছে, তেমনি ‘টাইগার-৩’ এ বিশেষ চরিত্রে থাকছেন বলিউড বাদশাহ। আগামী এপ্রিলে সাত দিনের মুম্বাইয়ে শাহরুখ সিনেমাটির শুটিং করবেন বলেও বলা হচ্ছে।
‘পাঠান’ সিনেমায় যেভাবে শাহরুখকে তার মিশনে সহযোগিতা করেছিলেন সালমান, একইভাবে ‘টাইগার-৩’ সিনেমায় বলিউড ভাইজানের পাশে দাঁড়াবেন বাদশাহ।
খুলনা গেজেট/ এসজেড