সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম ম্যাচে টসভাগ্য বাংলাদেশকে সঙ্গ দেয়নি। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান টস জিততে পারলেন না। ফলে দ্বিতীয় ম্যাচেও টস হেরে ব্যাট করতেই নামতে হচ্ছে সফরকারীদের।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আমিরাত। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে এগিয়ে রয়েছে সফরকারীরা। আজকের ম্যাচ জিতলে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে সিরিজ জেতার স্বাদ পাবে বাংলাদেশ।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সফর করছে। সেই সিরিজে লাল সবুজের প্রতিনিধিদের দুই ম্যাচ খেলার কথা। তারই দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে স্বাগতিক আমিরাতের।
প্রথম ম্যাচে বাংলাদেশের জিততে বেশ কষ্টই হয়েছিল, শেষ ওভারে ম্যাচটা জিতেছিল ৭ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৫৮ রান তোলে সফরকারীরা। প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। অধিনায়ক নুরুল হাসান সোহান আবারও হেরেছেন টসে।
আমিরাতের বুকে টস জিতলেই যে দৃশ্য নিয়মিত দেখা যায়, সেটা দেখা গেছে আজও। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি আমিরাত অধিনায়ক রিজওয়ান।
আজ বাংলাদেশের একাদশে আসছে আসছে একাধিক পরিবর্তন। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। একাদশে এসেছেন ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।