টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ক্রিকেটের দুই পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এ লড়াইয়ে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ফলে প্রথমে ব্যাট করবে কাইরন পোলার্ড বাহিনী।
চলমান আসরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ইংল্যান্ডের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে উইন্ডিজ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্প পুঁজি নিয়ে লড়াই করেছে প্রোটিয়ারা। স্বাভাবিকভাবেই এ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চায় উভয় দল।
সেই লক্ষ্যে একাদশে এক পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। ওবেদ ম্যাকয়কে বসিয়ে হেইডেন ওয়ালশকে নিয়েছে তারা। প্রোটিয়া একাদশেও এসেছে একটি বদল। উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি ককের জায়গায় ঢুকেছেন রেজা হেন্ডরিকস।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
এভিন লুইস, লেন্ডল সিমনস, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, হেইডেন ওয়ালশ জুনিয়র ও রবি রামপল।
দক্ষিণ আফ্রিকা একাদশ
রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।
খুলনা গেজেট/ এস আই