দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৬১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ দল। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচ জিতলে ওয়ানডে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেবে টাইগাররা।
এ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। চোট কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম, তাকে জায়গা ছেড়ে দিতে একাদশের বাইরে আগের ম্যাচে অভিষেক ক্যাপ পাওয়া ইয়াসির আলি রাব্বি।
এ ম্যাচটি মুশফিকুর রহিমের ১০০-তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এক ম্যাচ পরেই ইয়াসিরকে বসিয়ে দেওয়া হলেও এ ম্যাচেও একাদশে সুযোগ পেয়েছেন ব্যাট হাতে টানা ব্যর্থ হওয়া নাঈম শেখ।
এদিকে আফগানিস্তান শিবিরে দুই পরিবর্তন। বাদ পড়েছেন দুই স্পিনার মুজিব উর রহমান ও কাইস আহমেদ।
এ ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত দুই কিংবদন্তি রডনি মার্শ আর শেন ওয়ার্নকে স্মরণ করে ১ মিনিটের নীরবতা পালন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দুই দলের একাদশ :
বাংলাদেশ : মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ ও দারউইশ রাসুলি।
খুলনা গেজেট/ এস আই