টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। জিতলে সেমিফাইনালে যাওয়ার পথ সুগম হবে, নিশ্চয়তা আসবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের পর। হেরে গেলেও থাকবে আশা, সেক্ষেত্রে থাকতে হবে ইংলিশদের বড় জয়ের আশায়।
এমন সমীকরণ সামনে রেখে অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ক্যারিবীয়দের। টস জিতেছেন অধিনায়ক ফিঞ্চ। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচটা খেলেছিল। সেই ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি অজিরা। এদিকে উইন্ডিজ দল নিজেদের একাদশে এনেছে একটি পরিবর্তন। রবি রামপলের জায়গায় দলে ঢুকেছেন হেইডেন ওয়ালশ জুনিয়র।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, অ্যাডাম জ্যাম্পা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ক্রিস গেইল, এভিন লুইস, নিকলাস পুরান (উইকেটরক্ষক), রস্টন চেজ, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, হেইডেন ওয়ালশ জুনিয়র।
খুলনা গেজেট/এএ