ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের আহত ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। উপজেলার চাপালী গ্রামে শনিবার(৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এ সংঘর্ষ বাঁধে।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, দীর্ঘদিন ধরে চাপালী গ্রামের দাউদ হোসেন ও আব্দুস সাত্তার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। এরই মধ্যে শনিবার দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমির দখল নেয়ার জন্য সীমানা দিতে যায়। এ সময় প্রতিপক্ষের আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাধা দেন।
এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয়পক্ষের আহত ১০ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
আহতরা হলেন দাউদ হোসেন, আনারুল কবির, মনিনুর রহমান, গোলাম মোস্তফা, বিউটি খাতুন, আব্দুর রশিদ, আবু বকর, হাফিজুর রহমান, খায়রুল ইসলাম, স্বপ্না খাতুন।
ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। তা পেলে ব্যবস্থা নেয়া হবে।’