ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে মধ্যরাতে বিকাশ এজেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাপ্পির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৩ লাখ ২০ হাজার নগদ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। এছাড়াও বাড়িতে থাকা মেহেদী হাসান বাপ্পির বাবা ও মাকে মারধর করা হয়েছে। গতকাল রোববার দিনগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ৭/৮ জনের একটি দল তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের দুইজনকে মারধর শুরু করে। এরপর মুখ চেফে ধরে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। তিনটি ঘরে থাকা প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
মেহেদী হাসান বাপ্পি বলেন, আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। এই সুযোগে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা আমার ব্যবসায়ের ৩ লাখ ২০ হাজার টাকা প্রায় ও ১৭ ভরি স্বর্ণ নিয়ে যায়।
তবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, ডাকাতি হওয়ার এমন খবর জানা নেই।
খুলনা গেজেট/এমবিএইচ