ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় দু’দিনে পরকীয়া ও পারিবারিক কারণে সেনা সদস্যসহ সাতজন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। এরমধ্যে দু’জন মারা গেছে বলে জানা গেছে।
সোমবার ও মঙ্গলবার (১৯ ও ২০ ফেব্রুয়ারি) শৈলকূপা উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন আগুনিয়া পাড়া গ্রামের রশিদ ফকিরের স্ত্রীর সুস্মিতা ও সাতগাছি গ্রামের সানজিদা খাতুন।
আর অন্যরা হলেন উপজেলার আউশিয়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মৌসুমি আক্তার (২০), বরিয়া গ্রামের জাহিদ ইসলামের স্ত্রী শান্তা ইসলাম (২২), বসন্তপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে সুরাইয়া খাতুন (১২), বাহাদুরপুর গ্রামে রাক্কাস আলীর মেয়ে সেলিনা খাতুন (২৩), সাতগাছি গ্রামের আসিফ আলীর মেয়ে সানজিদা খাতুন (১৮), বৃত্তি দেবী রাজনগর গ্রামের কুদ্দুস আলীর ছেলে সেনা সদস্য মো: নয়ন (২৫) ও আগুনিয়া পাড়া গ্রামের রশিদ ফকিরের স্ত্রী সুস্মিতা (২৮)।
হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, তারা সবাই শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান, পরকীয়ার কারণে বাড়ির অভিভাবকরা মেনে না নেয়ায় এরা বিষপান করেছে। তার মধ্যে দু’জন মারা গেছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/ টিএ