ঝিনাইদহ থেকে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। তাদেরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন লেবুতলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে প্রধান আসামী মোঃ নাজিম উদ্দিনসহ তার সহযোগী আসামীরা ভিকটিম চাঁন মিয়া(২৬)কে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে। এ বিষয়ে ভিকটিম এর পিতা মোঃ মহিউদ্দিন(৫০)বাদী হয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় একটি হত্যা মামলা রুজু করে। ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৮ জুন) র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার আসামীগণ মহেশপুর থানাধীন ভারত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বাংলাদেশ ভারত সীমান্ত হতে ভারতে প্রবেশের সময় উক্ত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসাম মোঃ নাজিম উদ্দিন(৩৮),পিতা-মোঃ মোসলেম দফাদার, সহযোগী আসামী, মোছাঃ আন্না বেগম(৩৫), স্বামী-মোঃ নাজিম উদ্দিন ও মোছাঃ জুলি(২১), পিতা-মোঃ নাজিম উদ্দিন, সর্ব সাং-লেবুতলা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
খুলনা গেজেট/ টি আই